সুদক্ষ পুলিশ অফিসারের পাশাপাশি দেবশ্রী ম্যাডামের একটি দয়ালু মন ছিল জানালেন সমাজসেবী নিতাই মুখোপাধ্যায়।
দেবশ্রী চ্যাটার্জি ম্যাডাম শুধু একজন দক্ষ পুলিশ অফিসার বা প্রশাসনিক আধিকারিকরই ছিলেন না তিনি ছিলেন একজন দয়ালু মনের মানুষ । সমাজসেবী নিতাই মুখোপাধ্যায়ের মতে সুদক্ষ পুলিশ অফিসারের পাশাপাশি দেবশ্রী দিদির একটি মর্মস্পর্শী মন ছিল। একজন সমাজসচেতন মানুষ ছিলেন তিনি। এবং আমি সমাজসেবী হিসেবে দেবশ্রী ম্যাডামের কাছে যখনই সাহায্য চেয়েছি সাহায্য পেয়েছি বলে মন্তব্য করেছেন নিতাই মুখোপাধ্যায়। মহিলা অভিযোগ সেলের দায়িত্বে থাকাকালীন আমাকে বহুবার পুলিশের সাহায্য নিতে হয়েছিল দেবশ্রী চ্যাটার্জি ঘটনাকে গুরুত্ব দিয়ে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন সব সময়। দিদির অভাব অনুভব করবেন সমাজসেবী নিতাই মুখোপাধ্যায়।
দেবশ্রী চ্যাটার্জি 32 বছরের চাকরি জীবনে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে সাইবার সেলের দায়িত্বে ছিলেন। তিনি ছিলেন কলকাতা পুলিশে প্রথম মহিলা অফিসার ইনচার্জ। তিনি ২০১০ সালে উত্তর বন্দর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি সশস্ত্র ব্যাটালিয়নের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বে ছিলেন। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দক্ষ পুলিশ অফিসার দেবশ্রী চ্যাটার্জি সহ তাঁর গাড়ির চালক ও দেহরক্ষী। এই ঘটনায় পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও শোক প্রকাশ করেছেন।
Post a Comment