পায়ে হাত দিয়ে প্রণাম একমাত্র বাঙালি শিল্পীরাই করেন বলেছিলেন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে।
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলকে যখন পায়ে হাত দিয়ে প্রণাম করলাম তিনি আমার মাথায় হাত রেখে বলেছিলেন, এমন ভাবে পায়ে হাত দিয়ে প্রণাম করেন একমাত্র বাঙালি শিল্পীরাই। একজন শিল্পীকে এতো সম্মান দিতে পারে একমাত্র বাঙালিরা। এই কথাগুলি বলতে বলতে সংগীত শিল্পী স্বর্ণালী বোস আবেগ প্রবণ হয়ে পড়েন। আশা ভোঁসলের সামনে গান গাওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে জীবনের সবচেয়ে বড় পাওনা বলে মনে করেন। 2014র রিয়ালিটি শোতে গান গাওয়ার সেই দিনগুলো স্বর্ণালীর কাছে স্বপ্নের মতো ছিল। আশাজী বলেছিলেন গান গাওয়ার সময় সব কিছু ভুলে নিজের গানে মনোনিবেশ করতে হবে। ছোট ছোট প্রতিযোগিদের গান গাওয়ার টেকনিক্যাল দিকগুলি বুঝিয়ে দিতেন আশা ভোঁসলে, আর প্রতিযোগিরা মন্ত্রমুগ্ধের মত শুনতেন তাঁর কথা। স্বর্ণালীর মতে জীবনে চলার পথে আশাজির কাছ থেকে পাওয়া উপদেশগুলো মনে রাখব। আশাজীর জন্মদিনে তাঁকে প্রণাম জানিয়েছেন সংগীত শিল্পী স্বর্ণালী। কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে 8 ই সেপ্টেম্বর তাঁর জন্মদিন পালন করেছেন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বাই এর লোনাভলায়। 87 বছরের স্নেহময়ী আশা তায় নিজে হাতে রান্না করতে ভালোবাসেন।
বর্তমানে দেশে বিদেশে আরেক কিংবদন্তি গায়ক কুমার শানুর সঙ্গে একই মঞ্চে গাইবার সুযোগ পেয়েছেন সংগীত শিল্পী স্বর্ণালী বোস। দুটি বাংলা সিনেমায় গান গেয়েছেন তিনি। লকডাউনে বাড়িতেই অনলাইনে সাউন্ড এডিটিং এর কোর্স সম্পন্ন করে ফেলেছেন স্বর্ণালী। পুজো তে নতুন আল্যবামে গান গেয়েছেন স্বর্ণালী। লকডাউনে শাস্ত্রীয় সংগীতের চর্চা করার অনেকটা সময় পেয়ে গেছেন তিনি। বর্তমানে ললিত কলায় শ্রী সীমান্ত সরকারের কাছে সংগীত চর্চা করছেন তিনি। এছাড়া ও ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এর অনলাইন কোর্স করছেন স্বর্ণালী। লকডাউন নিজেকে তৈরি করার ভালো সময় বলে মনে করেন স্বর্ণালী। গান মনের আনন্দ, যে গান গায় আর যে শোনেন দুজনের মধ্যেই সেই আনন্দ ছড়িয়ে পড়ে বলে মনে করেন সংগীত শিল্পী স্বর্ণালী বোস।
Proud of you Betu
ReplyDelete