কলকাতার পুজো প্যান্ডেল গুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা।
বৃহস্পতিবার মাননীয় নগরপাল শ্রী অনুজ শর্মা কলকাতার একাধিক পুজোমণ্ডপ পরিদর্শন করলেন। দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রগামী, সুরুচি সংঘ, নাকতলা উদয়ন সংঘ, মহম্মদ আলি পার্ক ও কলেজ স্কোয়ার সার্বজনীন পূজা প্যান্ডেলগুলি ঘুরে দেখেন তিনি। করোনা পরিস্থিতিতে বাঙালির শ্রেষ্ঠ পুজো সঠিক সুরক্ষা ব্যবস্থা মেনে হচ্ছে কিনা তাই খতিয়ে দেখেন কমিশনার অনুজ শর্মা।
এর আগে গত সপ্তাহে কলকাতা পুলিশ কমিশনার কলকাতার দুর্গাপূজা আয়োজকদের সমস্ত কোভিড 19 সংক্রান্ত নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে নির্দেশ দেন। 23 শে অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনের উত্সব চলাকালীন প্যান্ডেলে প্রবেশের সময় বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে আদেশ দেন তিনি।
সিটি পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেছেন পূজা কমিটিগুলিকে প্যান্ডেলের ভেতরে শারীরিক দূরত্বের নিয়মগুলি অনুসরণ করতে হবে। এবং পূজা কমিটিগুলিকে যাদের কাছে মাস্ক থাকবে না তাদের মাস্ক দিতে হবে বলে জানিয়ে দেন।
Post a Comment