কাশ্মীরের সোপিয়ান জেলায় এনকাউন্টারে তিন জঙ্গি নিহত।
কাশ্মীরের সোপিয়ান জেলার সুগান জেইনাপোরা এলাকায় মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জঙ্গিদের সঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলে। 3 জন জঙ্গির মৃত্যু হয়েছে অপারেশনে। সাজাদ মাল্লা, জুনেদ রাশিদ, মেহরাজদিন তিন মৃত জঙ্গির কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। অপারেশন চলাকালীন সুগান জেইনাপোরা এলাকায় মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
Post a Comment