সোমবার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হলেন মুক্তিযোদ্ধারা।
প্রতি বছরের মত এ বছরও বিজয় দিবসে বাংলাদেশের মুক্তিযোদ্ধা রা এসে পৌঁছেছেন ভারতবর্ষে। বীর মুক্তিযোদ্ধাদের মুখে সর্বদাই কৃতজ্ঞতা আর আন্তরিকতা ভারতের জন্য।
আজ থেকে 50 বছর আগে নতুন বাংলাদেশ গড়তে ভারতের অবদান অনস্বীকার্য বলে মনে করেন মুক্তিযোদ্ধারা। সোমবার ভারতের মাটিতে হাজির হয়েছেন 30 জন মুক্তিযোদ্ধা ও ছয় জন বাংলাদেশ সেনা আধিকারিক। 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করলেন তাঁরা।
কলকাতার ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীশ ধনখর বিজয় দিবসের অনুষ্ঠানে যোদ্ধাদের আন্তরিক শুভেচ্ছা জানান। বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর দুঃসাহসিক যোদ্ধাদের প্রশংসা করেন তিনি।
ছবি: শুভেন্দু দাস
Post a Comment