ভারতীয় বায়ুসেনা কর্মীদের স্বর্ণ বিজয় মশাল সম্মান।
2021 সালের 19 মার্চ বিজয় মশালটি গ্রহণ ও সম্মান জানান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা (অব।) স্বর্ণ বিজয় মশালটি এয়ার কমডোর নীলাশ যোশি, অ্যাড এইচকিউ ইসি এর এয়ার অফিসার কমান্ডিং যৌথভাবে গ্রহণ করেছিলেন। এই দিন
একাত্তরের যুদ্ধে অংশ নেন এমন বিমান বাহিনীর একাধিক প্রবীণ সেনা উপস্থিত ছিলেন। এয়ার ভেটেরান্স তাঁদের যুদ্ধের সমৃদ্ধ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন এই দিন।
বাংলার স্বাধীনতা সংগ্রামের বীরত্বের ইতিহাস রয়েছে। এই ভূমি থেকে অনেক কর্মকর্তা বিমান বাহিনীতে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। অনুষ্ঠানটিতে অনুপ্রেরণা স্বরূপ স্বর্ণিম বিজয় বর্ষ উদযাপন সম্পর্কিত একটি সিনেমা এবং কয়েকটি আইএএফ ভিত্তিক সংক্ষিপ্ত চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল।
Post a Comment