কলকাতা প্রেস ক্লাবে স্বর্ণ বিজয় মশাল।
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে পূর্ব রণাঙ্গনে ভারতের জয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতীয় সেনাবাহিনী যে মশাল যাত্রার কর্মসূচি নিয়েছে তারই অঙ্গ হিসেবে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭১ এর যুদ্ধে কলকাতা প্রেস ক্লাব ও কলকাতার সাংবাদিকদের অবদানের স্বীকৃতিতে এই মশাল প্রেস ক্লাবে নিয়ে আসা হয়। উপস্থিত সেনা আধিকারিকরা ওই যুদ্ধে সাংবাদিকদের অবিস্মরণীয় ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এই উপলক্ষে ৭১ এর যুদ্ধে শহীদ দুই সাংবাদিক দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিত ঘোষালের স্মৃতি ফলকে পুষ্পার্ঘ নিবেদন করা হয়।
প্রবীণ সমর সাংবাদিক মানস ঘোষ, সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের ব্রিগেডিয়ার বিকাশ চৌধুরী এবং প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর প্রমুখ বক্তব্য রাখেন।
দেশের বিভিন্ন রাজ্য পরিক্রমার পর আজ ছিল ভারতের বিজয় মশাল অনুষ্ঠানের শেষ পর্ব।
আগামিকাল এই মশাল বাংলাদেশের উদ্দেশে রওনা হবে।
#swarnimvijaymashaal #fortwilliam #PressClub
Post a Comment