বিএসএফ সীমান্ত অঞ্চলে পাচারকারীদের খপ্পর থেকে বিরল প্রজাতির পাখি উদ্ধার করে।
০৮ ব্যাটেলিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের সীমান্ত চৌকির জওয়ানরা পশ্চিমবঙ্গের নদিয়া জেলা সীমান্তে পাচারকারিদের খপ্পর থেকে ০৩ টি বিরল প্রজাতির পাখিকে মুক্ত করেছে।
২০২১ সালের ১৮ মার্চ সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা সীমান্তবর্তী মহেন্দ্র সীমান্ত এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্সের সীমান্ত পোস্ট মহেন্দ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। সেই সময় ০৩ টি প্লাস্টিক ব্যাগের মধ্যে ০৩ টি রাজহাঁস পাওয়া যায় । উদ্ধারকৃত রাজহাঁস গুলি সীমান্ত চৌকি মহেন্দ্রতে নিয়ে আসা হয় । উদ্ধারকৃত পাখিগুলি জেলা কৃষ্ণনগর নদী বন বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
#BSF #indianbengalinews #BSFjawan #BSF_India
Post a Comment