হাসপাতালে যাওয়ার পথে সীমান্ত সুরক্ষা বাহিনীর অ্যাম্বুলেন্সে জন্ম হল শিশুর।
99 বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা সীমান্ত এলাকা থেকে প্রসবযন্ত্রনায় কাতর এক মহিলাকে নিজেদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মহিলা একটি শিশুর জন্ম দেন। 13 ই মার্চ রাজকোল গ্রামের প্রধান মবুল বিশ্বাস 99 ব্যাটেলিয়ন এর সীমান্ত চৌকির ইনচার্জকে ফোনে জানিয়েছিলেন যে, রাজকোলের বাসিন্দা সুঁই মণ্ডল নামে এক মহিলার প্রসব যন্ত্রনা হচ্ছে এবং তারজন্য অ্যাম্বুলেন্সের অনুরোধ করেন এই খবর পাওয়ার পর সীমান্ত চৌকির ইনচার্জ তত্ক্ষণাত্ ওই মহিলার বাড়িতে বর্ডার সিকিউরিটি ফোর্সের সরকারী অ্যাম্বুলেন্স পাঠায় । গর্ভবতী মহিলাকে অ্যাম্বুলেন্সে করে বনগাঁ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিলো। হাসপাতালে পৌঁছানোর কিছু আগেই মহিলা আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ এম্বুলেন্সে একটি শিশু প্রসব করেন। মহিলা ও শিশুকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা এবং শিশু উভয়কেই জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে । চিকিৎসক দুজনের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন।
Post a Comment