দার্জিলিংয়ের ইন্দো-নেপাল সীমান্তে দুই চীনা নাগরিক আটক।
ভারত-নেপাল সীমান্ত অঞ্চল নকশালবাড়ি থানার আওতাধীন। শনিবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় বিধানসভা নির্বাচন হওয়ার কারণে এই সীমানা সিল করা হয়েছে।
দার্জিলিং জেলার ইন্দো-নেপাল সীমান্ত পেরিয়ে অবৈধভাবে পশ্চিমবঙ্গে প্রবেশের চেষ্টা করতে গিয়ে দুই চীনা নাগরিককে শুক্রবার সশাস্ত্র সীমা বল (এসএসবি) সেনা দ্বারা গ্রেপ্তার করা হয়েছে।বড়মণিরামজোট সীমান্ত পোস্ট এলাকায় একটি টহল দল তাদের লক্ষ্য করে। এসএসবির 8 (অস্টম) ব্যাটালিয়নের কোম্পানির কমান্ডার গিরিশ চন্দ্র পান্ডে বলেছেন আটক ব্যক্তিদের সনাক্ত করা হয়েছে ডিঙ শ শেং (3) এবং চেন জি ফা (30)। তারা কোনও বৈধ দলিল ছাড়াই সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল।
এই প্রসঙ্গে একজন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। সে দার্জিলিং জেলার দোহাগুড়ির বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম।
ভারত-নেপাল সীমান্ত অঞ্চল নকশালবাড়ি থানার আওতাধীন। শনিবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় বিধানসভা নির্বাচন হওয়ার কারণে এই সীমানা সিল করা হয়েছে।
#SSB #IndianArmedForces #indianbengalinews
Post a Comment