ঈদের দিনে ঘর বন্দি নাফিসের মায়ের কাছ থেকে ঈদীই বড়ো উপহার।
আজ খুশির ঈদ। দশ বছরের নাফিস রহমানের আজ বড়ো প্রাপ্তি ঈদী। ঘর বন্দি ছোট্ট ছেলেটি মায়ের কাছে ঈদী পেয়ে ভীষণ খুশি। বিগত দু বছর ঈদে বাড়ি থেকে বেরতে পারে না নাফিস। বন্ধুদের সঙ্গে দেখা করা, আত্মীয় স্বজনের সঙ্গে কোলাকুলি সব বন্ধ। করোনা পরিস্থিতিতে ঘরে থাকাটাই একমাত্র পথ বুঝে গিয়েছে নাফিস। ঈদের দিনে বড়ো উপহার ঈদী। বাড়ির বড়োরা ছোটদের আশীর্বাদ করে যে পয়সা বা টাকা দিয়ে থাকেন তাকেই ঈদী বলা হয়। নাফিস খুব যত্ন করে তার ঈদীগুলি জমিয়ে রাখে। যেদিন করোনার ভয় আর থাকবে না, যেদিন মাস্ক পড়তে হবে না, যেদিন বাড়ির বাইরে, ইস্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে কোলাকুলি করতে পারবে সেদিন খরচ করবে ঈদী। আজ পৃথিবীর প্রতিটি মানুষের একই প্রার্থনা করোনার কবল থেকে আমরা যেন খুব দ্রুত মুক্তি পাই। আর কারোর যেন মৃত্যু না হয় করোনার জন্য। নাফিসেরও তাই আবেদন মাস্ক পড়ুন, বাড়িতে থাকুন, দূরত্ব বজায় রাখুন, হাত পরিস্কার রাখুন।
ঈদ মুবারক
#Eid #eidmubarak #Eidulfitr2021 #WestBengal #happyday
Post a Comment