Header Ads

পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডের তত্ত্বাবধানে রাজ্যের মুখ্যসচিব সহ সকল নিরাপত্তা এজেন্সির বৈঠক।

 পশ্চিমবঙ্গের উপকূলীয় সুরক্ষা ব্যাবস্থা জোরদার করতে এবং উপকূলীয় এলাকায় বিভিন্ন সমস্যা সমাধানের উপায় বের করতে  একটি বার্ষিক পর্যালোচনা  সভার আয়োজন করে পূর্বাঞ্চলীয় নৌবাহিনী। 2019 সালের পর 2021সালে এই ধরনের সভার আয়োজন করা হয়। পূর্ব নেভিগেশন কমান্ড ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার এই আলোচনা সভা টির পরিচালনা করেছেন। পূর্ব নৌ কমান্ডিং-ইন-চিফ আজেন্দ্র বাহাদুর সিং বৈঠকের সভাপতিত্ব করেন। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদীসহ বৈঠকে  রাজ্য সরকারের কর্মকর্তারা, কোস্টগার্ড, বিএসএফ, এনএসজি, শুল্ক, আইডাব্লুএআই, এসএমপি কে পোর্ট, মেরিন পুলিশ, আইবি, মৎস্য বিভাগ, বিএসএনএল, ইসরো, জিআরএসই এবং সিআইএসএফের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 



সম্প্রতি পশ্চিমবঙ্গে দুষ্কৃতি ও সন্ত্রাসবাদী সংগঠনের অতি সক্রিয়তা ঘুম ভাঙিয়েছে রাজ্যে তথা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর। সেখানে উপকূল থেকে সীমান্ত সব ক্ষেত্রেই নজরদারিতে যে ঢিলেমি রয়েছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জেএমবি জঙ্গিদের ভারতে প্রবেশ। জঙ্গি সংগঠনের কলকাতায় শক্ত ঘাঁটি এর আগেও টের পেয়েছিল গোয়েন্দা সংস্থাগুলো। ভবিষ্যতে বড়ো ধরনের জঙ্গি হামলা থেকে দেশকে বাঁচাতে সামরিক বাহিনীর সঙ্গে রাজ্যের ও বিভিন্ন সশস্ত্র বাহিনীর বৈঠক বেশ তাৎপর্য পূর্ণ। সামুদ্রিক অঞ্চলে বিভিন্ন চ্যালেঞ্জের পাশাপাশি ভবিষ্যতের সুরক্ষা ব্যবস্থা এবং উপকূলীয় সুরক্ষার কার্যকারিতা বাড়ানোর সম্ভাব্য সমাধানগুলি ঐক্যবদ্ধ ভাবে সমাধানের উদ্দেশ্যে পর্যালোচনা করা হয়েছে এই বৈঠকে।



No comments

Powered by Blogger.