আন্তর্জাতিক সীমান্তে দুই ভারতীয় ট্রাক চালককে ১.০৭ কোটি মূল্যের ১৬ টি সোনার বিস্কুট সহ গ্রেফতার করল বিএসএফ।
১৭ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের বি এস এফ জোয়ানরা আন্তর্জাতিক সীমান্তে ১৬ টি সোনার বিস্কুট ও ট্রাক চালকসহ আরও একজনকে আটক করল। সোনা গুলোর মোট ওজন ২২৩৯.৯১০ গ্রাম এবং দাম ১,০৭,৫১৫৬৮/- টাকা। এই দুই ব্যক্তিই সীমা চৌকি ঘোজাডাঙ্গা, ১৫৩ ব্যাটালিয়ন, উত্তর ২৪ পরগনা জেলা এলাকায় বাংলাদেশ থেকে ভারতে ওই সোনার বিস্কুট গুলো আনার চেষ্টা করছিল।
১৭ সেপ্টেম্বর, ২০২১ তারিখে, সকাল ০৭ টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সীমান্ত চৌকি ঘোজাডাঙ্গা, ১৫৩ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার জোয়ানরা আইসিপি ঘোজাডাঙ্গায় একটি অ্যাম্বুশ লাগান। সেই সময় জওয়ানরা একটি খালি ট্রাক (নং WB ১৫A ৫২৬৩) বাংলাদেশ থেকে আসতে দেখে যা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহ করা হয়েছিল। ট্রাকটি আইসিপি ঘোজাডাঙ্গায় পৌঁছানোর সাথে সাথেই জোয়ানরা ট্রাকের চালক ও হেলপারকে ট্রাক থেকে নামিয়ে দেয় এবং ট্রাকটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে। তল্লাশির সময় ট্রাকের কেবিন থেকে ০৩ টি প্যাকেট উদ্ধার করা হয়, যার মধ্যে ১৬ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ ট্রাক চালক ও হেলপারকে ট্রাক এবং সামগ্রী সহ জওয়ানরা গ্রেপ্তার করে । গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১) কমল হাসান সরদার, বয়স প্রায় ৩৮ বছর, পিতা-আব্দুল গনি সরদার, গ্রাম-নকুয়াধা, ডাকঘর পানিতর, জেলা- উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ,
2) রাজ্জাক দালি, বয়স প্রায় ৭৬ বছর, পিতা ভদ্র ডালি, গ্রাম - ইটিন্দা, ডাকঘর - ইটিন্দা, জেলা - উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কমল হাসান সরদার জানায়, গতকাল ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে প্রায় সকাল ১০০০ টার সময় সে আইসিপি ঘোজাডাঙ্গা (ভারত) থেকে ভোমরা (বাংলাদেশ) ট্রাকটি (WB ১৫A ৫২৬৩) নিয়ে গিয়েছিল যেখানে মিলন মঠ পার্কিংয়ে ট্রাকটি আনলোড করা হয়েছিল। সে জানান যে, গতকাল ১৬ সেপ্টেম্বর ২০২১, রিপন মন্ডল (বাবা ফিরোজ মণ্ডল, গ্রাম উত্তরপাড়া, ঘোজাডাঙ্গা) তাকে বলেছিল যে বাংলাদেশে মিঠু গাজী ওরফে ইব্রাহিম নামে একজন তাকে কিছু প্যাকেট দেবে, যা আসার সময় খালি ট্রাকে আনতে হবে এবং রিপন মন্ডল কে আইসিপি ঘোজাডাঙ্গা অতিক্রম করার পর ইছামতি পার্কিং এ সেগুলো দিতে হবে। কমল হাসান সরদার বলে যে প্রথমে সে এই কাজটি করতে অস্বীকার করেছিল কিন্তু রিপন মন্ডল এই কাজের জন্য তাকে ১০০০ / - টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল । তখন সে এই কাজটি করার জন্য হ্যাঁ বলেছিল। কামাল আরও জানায়, আজ সকাল ০৭০০ টায় মিঠু গাজী (বাবা - রহিম গাজী, গ্রাম লক্ষ্মীদারী, ডাকঘর - ভোমরা, জেলা - সাতক্ষীরা, বাংলাদেশ) তাকে সবুজ সাহেব পার্কিংয়ে বাদামী রঙের সেলো টেপ দিয়ে মোড়ানো প্যাকেট দিয়েছিল, যেগুলো সে হেলপার রাজ্জাক দালি কে না জানিয়ে ট্রাকের কেবিনে রেখেছিল। যখন তারা আইসিপি ঘোজাডাঙ্গা পার হচ্ছিল, তখন বি এস এফের জোয়ানরা ট্রাক তল্লাশির সময় তাকে ধরে ফেলে। সে বলে যে সে এই কাজটি প্রথমবার করেছে। কিন্তু গোয়েন্দা বিভাগের মতে জানা গেছে যে কমল হাসান সর্দার প্রায়ই সোনা পাচারের কাজ করে আসছে, সে রিপন মন্ডলের জন্য এই ট্রাকের মাধ্যমে সোনা পাচার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক দালি জানায়, সে ট্রাকে হেলপার হিসেবে কাজ করে। সে জানায়, রিপন মণ্ডলের সঙ্গে তার কখনো দেখা হয়নি। সে বলে যে সে এই জিনিস সম্পর্কে কিছুই জানে না।
আটককৃত দুজনকেই বাজেয়াপ্ত সামগ্রী সহ কলকাতার কমিশনার কাস্টমস প্রিভেনটিভের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৫৩ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জওহর সিং নেগি তার জওয়ানদের সাফল্যের জন্য আনন্দ প্রকাশ করেছে।
#indianbengalinews #BSF_India #bsf #smuggling
Post a Comment