দেশের ৮ বাঙালি বিজ্ঞানী পেলেন এসইআরবি-স্টার পুরস্কার।
দেশের ৮ বাঙালি বিজ্ঞানী পেলেন এসইআরবি( Science and Engineering Research Board) স্টার পুরস্কার।
এবছর এসইআরবি-স্টার পুরস্কার প্রাপকদের অন্যতম হলেন কলকাতার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)-এর কেমিক্যাল সায়েন্সের অধ্যাপক ডঃ সায়ন ভট্টাচার্য। অন্যান্য পুরস্কার জয়ী বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অরগ্যানিক কেমিস্ট্রির অধ্যাপক ডঃ রাজীব কুমার গোস্বামী, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সের অরগ্যানিক কেমিস্ট্রির অ্যাসোসিয়েট প্রফেসার ডঃ শান্তনু মুখোপাধ্যায়, পুনের আইআইএসইআর-এর বায়োলজি বিভাগের অধ্যাপক ডঃ সুতীর্থ দে, টিআইএফআর-এর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিয়োরেটিক্যাল সায়েন্সেস-এর ফিজিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ডঃ সমৃদ্ধি শঙ্কর রায়, সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের বায়ো-ফিজিক্যাল কেমিস্ট্রি বিভাগের সহ অধ্যাপক ডঃ হীরক চক্রবর্তী, হায়দ্রাবাদ আইআইটি-র মেটিরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক ডঃ পিনাকী প্রসাদ ভট্টাচার্য এবং ভোপালের আইআইএসইআর-এর বায়োলজিক্যাল সায়েন্সেস-এর সহ অধ্যাপক ডঃ সৌরভ দত্ত।
এসইআরবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাওয়ার্ড ফর রিসার্চ (এসইআরবি-স্টার) পুরস্কারটির প্রবর্তক ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (এসইআরবি)। এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য গবেষকদের স্বীকৃতি এবং পুরস্কার দেওয়া। এসইআরবি বিজ্ঞান এবং কারিগরি ক্ষেত্রে মৌলিক গবেষণায় সহায়তা দেয় বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে। গত কয়েক বছরে এসইআরবির আওতায় গবেষকদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তাঁরা দেশের বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। তাঁদের গবেষণার মাধ্যমে সেই অনন্য অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্যই এসইআরবি- স্টার-এর এই উদ্যোগ। এছাড়া, মৌলিক গবেষণায় উৎসাহিত করাও চলতি পরিকল্পনার লক্ষ্য।
ডঃ সায়ন ভট্টাচার্যের গবেষণা ন্যানো মেটিরিয়াল নিয়ে। তাঁর চলতি গবেষণাগুলি হল ক) ফটো ভোল্টাইক্স : ন্যানো ক্রিস্টাল অ্যাসিসটেড মেটাল হ্যালাইড, পেরোভস্কাইট, সোলার সেল্স, খ) ইলেক্ট্রো ক্যাটালিটিক অ্যান্ড ফোটো ক্যাটালিটিক হাইড্রোজেন জেনারেশন, এন২ এবং সিও২ ( নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সিজেন হ্রাস) রিডাকশন, গ) জিঙ্ক এয়ার ব্যাটারি অ্যান্ড ফোটো রিচার্জেবেল ব্যাটারি।
ডঃ রাজীব কুমার গোস্বামীর গবেষণার বিষয়, অ্যাসাইমেট্রিক সিন্থেসিস অফ বায়ো- অ্যাক্টিভ ন্যাচারাল প্রোডাক্টস এবং অনন্য জৈব রূপান্তরের জন্য পদ্ধতির বিকাশ ঘটানো এবং প্রাকৃতিক পণ্যের রোগ নিরাময়যোগ্য জৈব প্রয়োগ।
ডঃ শান্তনু মুখোপাধ্যায়ের গবেষণা ইন্যানশিওসিলেক্টিভ ক্যাটালিসিস নিয়ে এবং তিনি তাঁর গবেষণায় বিশেষ জোর দিয়েছেন 'নিউ ক্যাটালিটিক ইন্যান্শিওসিলেক্টিভ ট্রান্সফরমেশন' নিয়ে।
ডঃ সুতীর্থ দে-র গবেষণার বিষয় বাস্তুশাস্ত্রের অন্বেষণ এবং জনসংখ্যা ও জনগোষ্ঠির বিবর্তন।
ডঃ সমৃদ্ধি শঙ্কর রায়ের গবেষণার বিষয়- 'নন ইক্যুইলিব্রিয়াম স্ট্যাটিসটিক্যাল ফিজিক্স' এবং 'ফ্লুইড ডায়নামিক্স' ইন্টারফেস। তাঁর গবেষণার মূল বিষয়টি হল- 'টার্বুলেন্স অ্যান্ড টার্বুলেন্ট ট্রান্সপোর্ট' বিষয়ে।
ডঃ হীরক চক্রবর্তী কাজ করছেন ১)রোল অফ মেমব্রেন কম্পোজিশন অন অলিগোমারাইজেশন অফ মেমব্রেন-বাউন্ড পেপটাইডস এবং ২) ডেভেলপিং ব্রড- স্পেকট্রাম পেপটাইড-বেসড মেমব্রেন ফিউশান ইনহিবিটার্স-এর সৃষ্টি।
ডঃ পিনাকী প্রসাদ ভট্টাচার্যির গবেষণা প্লাস্টিকের 'ক্রিস্টালোগ্রাফিক টেক্সচার' ও ধাতুর বিকৃতি ও তার পুনরুদ্ধার নিয়ে।
ডঃ সৌরভ দত্তের গবেষণার বিষয়- উদ্ভিদের কোষবৃদ্ধির চর্চার প্রয়োজনে রুট হেয়ারকে মডেল হিসেবে গণ্য করা।
Photo: PIB Kolkata
SERB-STAR Award goes to 8 Bengalis Across the Country
IISER, Kolkata, Pune and Bhopal bag SERB-STAR Award for Outstanding Contributions in Field of Science.
Dr Sayan Bhattacharya, Professor, Chemical Sciences, Indian Institute of Science Education and Research (IISER), Kolkata is one of the recipients of this year’s SERB-STAR Awards. The other scientists included, Dr Rajib Kumar Goswami, Professor, Department of Organic Chemistry, Indian Association for the Cultivation of Science, Kolkata, Dr Santanu Mukherjee, Associate Professor, Department of Organic Chemistry, Indian Institute of Science (IISc), Dr Sutirth Dey, Professor, Department of Biology, IISER, Pune, Dr Samriddhi Sankar Ray, Professor, Department of Physical Science, International Centre for Theoretical Sciences, TIFR, Dr Hirak Chakraborty, Assistant Professor, Biophysical Chemistry, Sambalpur University, Dr Pinaki Prasad Bhattacharjee , Professor, Department of Materials Science and Engineering, IIT, Hyderabad and Dr Sourav Datta, Associate Professor, Biological Sciences, IISER, Bhopal.
SERB Science and Technology Award for Research (SERB-STAR) is a prestigious award instituted by SERB (Science and Engineering research Board, Department of Science and Technology, Government of India) to recognise and reward the outstanding performance of Principal Investigators (PIs) of SERB Projects. SERB has been supporting basic research in frontier areas of science and engineering through its various programs and schemes. The number of researchers under the ambit of SERB has increased over the years and they contribute significantly towards the progress of science and engineering in the country through their research endeavour. SERB-STAR is an initiative to acknowledge such exemplary contributions in research and also to motivate the PIs of ongoing projects for outstanding performance.
Dr Sayan Bhattacharya’s research interest comprises an interdisciplinary research on functional nanomaterials. His current research interests are: (A) Photovoltaics: Nanocrystal-assisted Metal-halide Perovskite Solar Cells; (B) Electro-catalytic and Photocatalytic Hydrogen Generation, N2 & CO2 Reduction; (C) Zinc-air Battery and Photorechargeable battery.
Dr Rajib Kumar Goswami’s research topic is asymmetric synthesis of bioactive natural products, development of methods for novel organic transformations and evaluation of bio-medicinal application of natural products and their variants.
Dr Santanu Mukherjee’s research interests revolve around various aspects of enantioselective catalysis, with particular emphasis on the development of new catalytic enantioselective transformation.
Dr Sutirth Dey’s topic of research is investigating the ecology and evolution of populations and communities.
Dr Samriddhi Sankar Ray’s topic of research is the interface of non-equilibrium statistical physics and fluid dynamics. In particular, his research interests lie in fundamental and applied problems of turbulence and turbulent transport.
Dr Hirak Chakraborty’s topic deals with (i) the role of membrane compositions on the oligomerisation of membrane‐bound peptides and (ii) developing broad‐spectrum peptide‐based membrane fusion inhibitors.
Dr Pinaki Prasad Bhattacharjee research revolves round Crystallographic texture, deformation and restoration behaviour of metallic materials, bulk ultrafine and nanostructured materials by severe plastic deformation processes and structure-texture-property relationship in such materials and application of high resolution Electron Backscatter Diffraction (EBSD) and Transmission Electron Microscopy (TEM) techniques in materials characterisation.
Dr Sourav Datta’s research interest revolves round root hairs as a model to study cell growth in plants, root hairs as a tool to improve nutrient assimilation under low nutrient conditions, symbiotic interactions between root and soil microbes to enhance plant growth and productivity and the role of the B-box family of transcription factors in light signalling in plants.
Post a Comment