Header Ads

কলকাতার রেড রোডে পালিত হল পুলিশ শহিদ স্মৃতি দিবস, শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ কমিশনার।

প্রতি বছর ভারতের শহিদ পুলিশ কর্মীদের সম্মান জানাতে 21 অক্টোবর পুলিশ শহিদ স্মৃতি দিবস উদযাপন করা হয়।এই দিনটি 1959 সালে চীনা গুলিতে দেশের জন্য লড়াই করতে গিয়ে 10 জন পুলিশ সদস্যের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। কর্তব্য পালন করতে গিয়ে যাঁরা আত্ম বলিদান দিয়েছেন এমন সাহসী পুলিশ কর্মীদের এই দিনটিতে স্মরণ করা হয়।
এইদিন কলকাতার রেড রোডের পুলিশ মেমোরিয়ালে পালিত হল পুলিশ শহিদ স্মৃতি দিবস। উপস্থিত ছিলেন নগরপাল সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশকর্মীরা। শহীদ পুলিশকর্মীদের স্মরণে কলকাতা পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কলকাতা পুলিশের মাননীয় নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল। এরপর সমস্ত র‍্যাঙ্ক থেকে একজন করে অফিসার পুষ্পস্তবক অর্পণ করেন। 

ছবি: কলকাতা পুলিশ 


No comments

Powered by Blogger.